চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সূবর্ণজয়ন্তী পালিত

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী মহান বিজয় দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। দিনের প্রথম প্রহরে উপজেলার মুক্তিনগর শহীদ স্মরণী শিক্ষা নিকেতনের যুদ্ধখ্যাত রনাঙ্গন ও শহীদ মশিউর নগরের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিনগর মাধ্যমিক বিদ্যালয়, জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিংহঝুলী ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠন এখানে পুস্পমাল্য অর্পন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও মুক্তিযোদ্ধরা উপস্থিত ছিলেন।
সকাল ৮ টায় চৌগাছার স্বাধীনতা ভাস্কার্য দুর্জয়দূর্গে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিকদল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পন করেন। উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমানের নেতৃত্বে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, চৌগাছা পৌরসভা, পৌর বিএনপি ও উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ কংগ্রেস, চৌগাছা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, স্বাস্থ্য কমপ্লেক্্র, বাজার ব্যবসায়ী সমিতি, বাস মালিক সমিতি, পাবলিক লাইব্রেরী, চৌগাছা সরকারী কলেজ, মৃধাপাড়া মহিলা কলেজ, তরিকুল ইসলাম পৌর কলেজ, এসএম হাবিব পৌর কলেজ, বাসমালিক সমিতি, পল্লী বিদ্যুতসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দেন।
পুস্পমাল্য অর্পন শেষে চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিজয়ের সূবর্ণ জয়ন্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও প্রশাসনের বিবিন্ন পর্যায়ের কর্মকর্তা আলোচনা করেন। সন্ধ্যায় উপজেলা বৈশাখী মঞ্চে মনোজ্ঞ সাংকৃতিকি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।