চৌগাছায় ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

0

চৌগাছা (যশোর)সংবাদদাতা ॥ চৌগাছায় বাড়ির ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে পড়ে ইয়াজমুল হাসান জিম (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার জগদিশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে। নিহত জিম মির্জাপুর গ্রামে ইয়াদুল ইসলামের একমাত্র ছেলে ও কান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। নিহত জিমের পিতা ইয়াদুল ইসলাম জানান, জিম দুপুরে বাড়ির ছাদে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় সে ছাদের এক পাশ থেকে অন্যদিকে দৌড় দেয়। তখন অসাবধানতাবশত সে ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইমরান হুসাইন বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।