শিরোমণি দিশারী যুব পর্ষদের আয়োজনে ৩ দিনব্যাপি বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন

0

শেখ বদর উদ্দীন, ফুলবাড়ীগেট খুলনা ঃ মহান বিজয় দিবস উপলক্ষে শিরোমণি দিশারী যুব পর্ষদের আয়োজনে ৩ দিন ব্যাপি বিজয় র‌্যালী , প্রীতি ফুটবল ম্যাচ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও সংবর্ধনা ও সংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ১৬ ডিসেম্বর সকাল ৯ টায় শিরোমণি কেডিএ মার্কেট চত্তরে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের উদ্বোধন করেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দিশারী যুব পর্ষদ এর সভাপতি শেখ মনিরুল ইসলাম। পরে এক বিজয় র‌্যালী খুলনা যশোর মহাসড়কের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করেন । ১৭ ডিসেম্বর অনুষ্ঠানের ২য় দিনে শিরোমণি কেডিএ মার্কেট চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেনের কন্যা ডাঃ নুসরাত জাহান লিন্ডা। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানার সেকেন্ড অফিসার এস আই শতদল মজুমদার, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, ডাঃ শামীম আহম্মেদ, ডাঃ শেখ নিয়াজ মাহমুদ ফয়সাল, ডাঃ এ.কে.এম আরিফুল ইসলাম। বক্তৃতা করেন মোল্যা কওছার আলী, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন, মোঃ আমিরুল ইসলাম, শেখ আসলাম হোসেন, গাজী মাকুল উদ্দীন, কাজী মঈনুল কবীর, শেখ শাহিন রহমান, খন্দকার মুক্ত আহম্মেদ। আজ সমাপনী দিনে কেডিএ মার্কেট চত্বরে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।