এসএসসির ফলাফল আগামী সপ্তাহে

0

লোকসমাজ ডেস্ক॥ আগামী সপ্তাহের যেকোনো দিন ঘোষণা হতে পারে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। পূর্ব পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এখন সেই লক্ষ্যেই কাজ করছে শিক্ষা বোর্ডগুলো। সূত্র জানায়, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশের জন্যই প্রতিটি পরীক্ষা শেষ হওয়ার পরপরই এক্সামিনারদের কাছে উত্তরপত্র পাঠিয়ে দেয়া হয়। একই সাথে প্রত্যেক এক্সামিনারকে একটি নির্দিষ্ট সময়ও নির্ধারণ করে দেয়া হয় পরীক্ষার নম্বর বোর্ডে জমা দেয়ার জন্য। ইতোমধ্যে বিষয়ওয়ারি খাতার নম্বর বোর্ডে জমাও দেয়া হয়েছে। এ বছর স্বতন্ত্র একটি সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হচ্ছে ফলাফল। আশা করা হচ্ছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ফলাফল তৈরির কাজ শেষ করা হবে। এরপরেই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মতো একটি তারিখ নির্ধারণ করে ঐ তারিখেই ঘোষণা করা হবে ফলাফল। প্রাপ্ত তথ্য অনুযায়ী শিক্ষামন্ত্রীর নির্দেশনা মতেই ফল প্রকাশের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে বেঁধে দেয়া সময়ের মধ্যে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশে কাজ করে যাচ্ছে ৯টি শিক্ষাবোর্ড। প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর থেকে শুরু হয় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় গত ২৩ নভেম্বর। শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে সব শিক্ষাবোর্ড। প্রসঙ্গত, করোনার কারণে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে কেবলমাত্র বিষয়ভিত্তিক সাবজেক্টে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা শুরুর দিনে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যেই এবার ফল প্রকাশ করা হবে। এবারে পরীক্ষা শেষ হয় গত ২৩ নভেম্বর। সেই হিসাবে আগামী ২৩ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।