মিতু হত্যা মামলা তদন্তে নতুন কর্মকর্তা

0

লোকসমাজ ডেস্ক॥ সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় এক মাসের মধ্যে আবার তদন্ত কর্মকর্তা বদল হয়েছে। সর্বশেষ তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক এ কে এম মহিউদ্দিন সেলিমের পদোন্নতির কারণে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এখন দায়িত্ব দেয়া হয়েছে পরিদর্শক (প্রশাসন) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুককে। পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বুধবার বলেন, ‘আগের কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। তার স্থলে পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুককে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।’ ওমর ফারুক বলেন, ‘মামলার ডকেট বুঝে নিয়েছি। তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন কাজও ইতোমধ্যে শুরু করেছি।’
২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মিতুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পদোন্নতি পেয়ে পুলিশ সদরদফতরে যোগ দিতে ওই সময় ঢাকায় ছিলেন তখনকার পুলিশ সুপার বাবুল। তার ঠিক আগেই চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশে ছিলেন তিনি। হত্যাকান্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছিলেন বাবুল আক্তার নিজেই। কয়েক মাস পর নানা নাটকীয়তার মধ্যে পুলিশের চাকরি ছাড়তে হয় তাকে। কয়েক বছর মামলাটির তদন্তে ছিল নগর গোয়েন্দা পুলিশ। এর পর সেটি যায় পিবিআইর হাতে। পাঁচ বছর পর তদন্ত করে বাবুলকেই স্ত্রী হত্যাকা-ের পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করে পিবিআই। গত ১২ মে বাবুলকে গ্রেফতার করা হয়। তার আগে মিতুর বাবা মোশারফ হোসেন জামাতা বাবুলকে আসামি করে মামলা করেন।