নানা কর্মসূচিতে ঝিকরগাছায় শহীদ নাজমুল ইসলামের শাহাদাৎবার্ষিকী পালিত

0

ঝিকরগাছা (যশোর)া॥ সন্ত্রাসীদের দ্বারা অপহরণের পর গুপ্তহত্যার শিকার যশোর জেলা বিএনপির সাবেক অর্থ-বিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি শহীদ নাজমুল ইসলামের ১০ম শাহাদৎ বার্ষিকী গতকাল বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে পালিত হয়েছে। অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিলো সকালে দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারন, সকাল ১১টায় শহীদের কবর জিয়ারত এবং বাদআসর দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল।
ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দোয়া ও স্মরণসভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সরদার শহিদুল ইসলাম। স্মরণসভার শুরুতে দোয়া পরিচালনা করেন, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস শুকুর। পরে শহীদ নাজমুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইমরান হাসান নিপুন ও আশফাকুজ্জামান খাঁন রনি, সাবেক উপজেলা যুবদল ও ছাত্রদলের সভাপতি শহীদ নাজমুল ইসলামের বন্ধু মনিরুল ইসলাম মনি ও বিএনপি নেতা এনামুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভির হাসান চয়ন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম, শহীদ নাজমুল ইসলামের বড়ভাই পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক রুহুল আমীন সুজন, হুমায়ুন কবীর, রাশিদুল মমিন সুজন, আরমান হোসেন কাকন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইসমাইল হোসেন সোহাগ, বিএনপি নেতা শাহিন আহম্মেদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল হক, কলেজ ছাত্রদলের আহবায়ক আল রেজা সাগরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।