বিজয়ের দিবস সুবর্ণজয়ন্তী উদযাপন যশোর জেলা প্রশাসনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা

0

স্টাফ রিপোর্টার॥ যশোর জেলা প্রশাসনের উগ্যোগে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভার গতাকল বুধবার ছিল দ্বিতীয় দিন। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পূর্তির আগের দিন একাত্তরের স্মৃতিবিজড়িত যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে সন্ধ্যায় ‘মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ’ শীর্ষক আলোচনা সভায় আলোচকবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের নয় মাসের গৌরবময় ইতিহাসের পথ বেয়ে আসে একাত্তরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সেদিনের সেই মহেন্দ্রক্ষণে মুছে গিয়েছিল বাঙালি জাতির হাজার বছরের দুঃখ আর গ্লানি। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন। আলোচক ছিলেন বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন পর্ষদ যশোরের আহ্বায়ক হাবিবা শেফা, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দদুল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হারুন অর রশীদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত অর্চনা বিশ্বাস ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। আলোচনার উপস্থিত দর্শক শ্রোতাদের নিয়ে কুইজ পরিচালনা করেন ডিডিএলজি হোসাইন শওকত। ৩ পর্বের কুইজে দুজন পুরস্কারপ্রাপ্ত হন।