নারী ক্ষমতায়,শিশুর অধিকার, প্রতিবন্ধী ব্যাক্তিদের ক্ষমতায়ন,সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে যাওয়া, বিভিন্ন কার্যক্রম ব্যাপক ভুমিকা পালন করায় ওব্যাট থিংক ট্যাংক এর ২০২১ – হিরো অ্যাওয়ার্ড অর্জন

0

শেখ বদরউদ্দিন ঃ নারী ক্ষমতায়,শিশুর অধিকার, প্রতিবন্ধী ব্যাক্তিদের ক্ষমতায়ন,সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে যাওয়া, যুব উন্নয়ন, প্রকৃত বৃদ্ধ ও গরীবদের উন্নয়ন,মাদক বিরোধী সচেতনতা, সাম্প্রতিক কালে কোভিড -১৯ মোকাবিলায় কার্যক্রম, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কার্যক্রম, নবায়ন যোগ্য জ্বালানী, স্বাস্থ্যসেবা, শিক্ষায় সচেতনতা এবং সাংস্কৃতিক দিক দিয়ে বিভিন্ন কার্যক্রম ব্যাপক ভুমিকা পালন করায় সেরা ২০ টি সংগঠনকে নির্বাচিত করে গত ১৩ ডিসেম্ভর ঢাকা দা রিও লাঞ্চ হোটেলে আরভি ফাউন্ডেশন কতৃক আয়োজিত হিরো অ্যাওয়ার্ড ২০২১ প্রদান করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক সংগঠন ওব্যাট থিংক ট্যাংক এর প্রতিনিধিদের কাছে তিনি অ্যাওয়ার্র্ড প্রদান করেন । আরভী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরভি বুশরা লিও এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরে ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যালেঞ্জার, অধ্যাপক ড. মোঃ শহীদুর রশিদ ভূঁইয়া, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সংস্থা),মোঃ কামরুল ইসলাম চৌধুরী, জাতীয় কমিশনার (প্রোগ্রাম), বাংলাদেশ স্কাউটস। বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এল এন .এম কে.বাশার , লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ফান্ডার ডিস্ট্রিক্ট গভর্নর, এডভোকেট .এল.এন.কে এইচ.সালিমা রওশান, ঢাকা ফারইস্ট গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক, বিডি, এলএন নবিন চন্দ্র রায়, এসময় উপস্থিত ছিলেন ওব্যাট থিংক ট্যাংক বাংলাদেশ ইনচার্জ মাহমুদ ইসলাম আকাশ , ওব্যাট থিংক ট্যাংক গিলাতলা সভাপতি মোঃশান্ত হোসেন খুলনা সভাপতি ,ওমর ফারুক , বগুড়ার সভাপতি আশিক, খুলনার সাধারন সম্পাদক তানভীর আহমেদ , ঢাকার সাধারন সম্পাদক ফয়সাল সহ সারা দেশের ওব্যাট থিংক ট্যাংক এর সদস্যবৃন্দ ।