আরও বেশি প্রাইভেসি পাবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা

0

লোকসমাজ ডেস্ক॥ হোয়াটসঅ্যাপে আপনি শেষ কখন ছিলেন তা অন্যরা খুব সহজেই জানতে পারবে। অপরিচিতরাও দেখতে পারে আপনার স্ট্যাটাস। বেশ কিছুদিন আগেই লাস্ট সিন অপশনে আপডেট এনেছিল টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। এবার আরও আপডেট করেছে এই অপশনটি ফেসবুকের মালিকানাধীন সাইটটি।
লাস্ট সিন অপশনটি আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে অন থাকার ফলে বিড়ম্বনায় পড়তে পারেন যে কেউ। এজন্য নতুন প্রাইভেসি ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। যেখান থেকে আপনার লাস্ট সিন স্টেটাস এবং প্ল্যাটফর্মের অনলাইন উপস্থিতি সম্পর্কে ঘূণাক্ষরেও টের পাবে না অন্যরা।
এই ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মের ক্ষেত্রেই কাজ করবে হোয়াটসঅ্যাপ। তবে তা সকলের জন্য উপলব্ধ নাও হতে পারে। কেননা যে কেউ চাইলে প্রযুক্তি বাজারের বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আপনার সব কর্মকাণ্ডে নজর রাখতে পারবে।
প্রযুক্তি সাইট ওয়েবেটাইনফোর প্রতিবেদনে জানানো হয়, সেই অসৎ উদ্দেশ্যের ব্যক্তিদের থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দিতেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার।
যদিও এই আপডেট নিয়ে আপনার বন্ধু বা অফিসের সহকর্মী, অর্থাৎ আপনি যাদের সঙ্গে দৈনন্দিন চ্যাট করে থাকেন, তাদের ভাবার কোনো কারণ নেই। এই ফিচারটি শুধু তাদের ক্ষেত্রেই লাগু হবে, যারা অসৎ উদ্দেশ্য নিয়ে যারা আপনাকে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্টক করার চেষ্টা করে।
হোয়াটসঅ্যাপ এই প্রথম এই ধরনের ফিচার নিয়ে এলো। যার মাধ্যমে লাস্ট সিন বা অনলাইন স্টেটাস নির্দিষ্ট করে কিছু নম্বর বা প্রোফাইলের জন্য লুকিয়ে রাখা যাবে। এই ফিচারের মাধ্যমে শুধু লাস্ট সিন নয়। এই ফিচার এক বার রোল আউট হয়ে গেলে আপনি হোয়াটসঅ্যাপ স্টেটাসও নির্দিষ্ট কিছু নম্বর বা অ্যাকাউন্টের থেকে লুকিয়ে রাখতে পারবেন।