ভুলের পর পুনরায় চ্যাম্পিয়নস লিগের ড্র

0

লোকসমাজ ডেস্ক॥ উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র বিকেলে অনুষ্ঠিত হয়েছিল। যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছিল প্যারিস সেন্ত জার্মেইকে। ফুটবলপ্রেমীরা উল্লসিত হয়ে উঠেছিলেন এই ভেবে যে মেসি-রোনালদো মুখোমুখি হতে যাচ্ছেন। কিন্তু টেকনিক্যাল ত্রুটির কারণে এই ড্র বাতিল করা হয়। ভুলের পর রাতে পুনঃরায় অনুষ্ঠিত হয় শেষ ষোলোর ড্র। নিয়ম অনুযায়ী গ্রুপপর্বের চ্যাম্পিয়নদের শীর্ষ বাছাই করা হয়। আর রানার্স-আপদের করা হয় দ্বিতীয় বাছাই। এরপর অনুষ্ঠিত হয় ড্র। সেই ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি পেয়েছে লিলেকে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন। আর লিভারপুল পেয়েছে ইন্টার মিলানকে। এবার শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে মেসি-নেইমারদের পিএসজি। জুভেন্টাস লড়বে ভিয়ারিয়ালের বিপক্ষে। বায়ার্ন মিউনিখ পেয়েছে রেড বুল সলবুর্গকে। অন্যদিকে বেনফিকা পেয়েছে আয়াক্সকে। মজার ব্যাপার হলো চেলসি ভুল ড্রয়ে পেয়েছিল লিলেকে। এরপর সঠিক ড্রয়েও তারা সেই লিলেকেই পায়। এদিকে সঠিক ড্র লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে সুযোগ দিয়েছে পুনঃরায় স্পেনে ফেরার। অ্যাওয়ে ম্যাচে দুজনেই যে খেলতে আসবেন স্পেনে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ হবে ১৫, ১৬ ও ২২, ২৩ ফেব্রুয়ারি। এরপর ফিরতি লেগ হবে ৮, ৯ ও ১৫, ১৬ মার্চ।
এক নজরে ড্র:
পিএসজি-রিয়াল মাদ্রিদ
ইন্টার মিলান-লিভারপুল
ভিয়ারিয়াল-জুভেন্টাস
অ্যাটলেটিকো মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড
চেলসি-লিলে
বেনফিকা-আয়াক্স
স্পোর্টিং লিসবন-ম্যানচেস্টার সিটি
রেড বুল সলসবুর্গ-বায়ার্ন মিউনিখ।