বাঘারপাড়ায় রোকেয়া দিবসে পাঁচ জয়ীকে সম্মাননা প্রদান

0

স্টাফ রিপোর্টার : বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল বাঘারপাড়ায় পাঁচজন জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সকাল দশটায় উপজেলা নিজস্বপরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ^াস, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিলা, জয়ীতা নাসরীন আকতার ও মিরা পাঠক। আলোচনা সভা শেষে পাঁচটি নির্দিষ্ট ক্যাটাগরিতে পাঁচজন নারীকে সম্মননা প্রদান করা হয়। এতে অর্থনৈতিক সাফল্য অর্জনে কুলছুম বিবি, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে নাসরীন আক্তার, সফল জননীতে নুরজাহান বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলায় বিউটি খাতুন ও সমাজ উন্নয়নে মিরা পাঠককে সম্মাননার স্বারক হিসাবে তাদের হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।