শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যানের ইান্তেকাল, শোকের ছায়া

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিকদার মোশারফ হোসেন সোনা (৭২) মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান। পারিবারিক সুত্রে জানা গেছে, বুধবার সকালে তিনি নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়। শিকদার মোশারফ হোসেন শৈলকুপা উপজেলা পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে ঝিনাইদহ ১ শৈলকুপা আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। ষাট বছরের বর্নাঢ্য রাজনৈতিক জীবনে সোনা শিকদার প্রথম দিকে জাসদের রাজনীতি করতেন। ১৯৮৪ সালে তিনি আওয়ামীলীগে যোগদান করেন। ১৯৯৩ সালে তিনি শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৫ সালে তিনি শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন। উপজেলা চেয়ারম্যানের আগে তিনি ৭ নং হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বচিত হয়েছিলেন। পারিবারিক জীবনে তিনি ৪ সন্তানের জনক। তার বড় ছেলে মনিরুজ্জামান টুকু পুলিশ সুপার হিসাবে ঢাকা সিআইডিতে কর্মরত আছেন। মেজ ছেলে কামরুজ্জামান জীকু ৭ নং হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোট ছেলে ওয়াহিদুজ্জামান ইকু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কন্যা রুনী বেগম গৃহীনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ।