আইজিপি কাপ অনূর্ধ্ব-১৯ কাবাডি প্রতিযোগিতা বালক বিভাগে স্বাগতিক যশোর ও বালিকায় নড়াইল জেলা বিভাগীয় চ্যাম্পিয়ন

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোরে অনুষ্ঠিত আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ে বালক বিভাগে স্বাগতিক যশোর ও বালিকায় নড়াইল জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে। গতকাল বৃহস্পতিবার শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রতিযোগিতার পৃথক দুটি গ্রুপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালক বিভাগের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় স্বাগতিক যশোর ৩৪-৩৩ পয়েন্টে সাতক্ষীরা জেলাকে পরাজিত করে। বালিকা বিভাগের ফাইনাল খেলায় নড়াইল ৬৯-১৬ পয়েন্টের বিশাল ব্যবধানে ঝিনাইদহ জেলাকে পরাজিত করে। খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নির্বাহী সদস্য এসএম ইয়াকুব আলী। যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টগেশন যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জেলা ক্রীড়া সংস্থার কাবাডি পরিষদের সভাপতি আবুল বাশার সাইফুদ্দৌলা প্রমুখ।