অবিরাম বৃষ্টিতে চৌগাছার নিচু এলাকা জলমগ্ন নিরাপদে ছুটছেন অসহায় মানুষ

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ গত তিন দিনের অবিরাম বৃষ্টিপাতে চৌগাছার অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মাঠের পর মাঠ কেটে রাখা আমন ধান পানির নিচে। উপজেলা সদরসহ প্রত্যান্ত গ্রামাঞ্চলের নিচু এলাকা পানির নিচে। বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় ঘরের অতি প্রয়োজনীয় জিনিসপত্র ও পশু পাখি অন্যত্র সরিয়ে নিতে দেখা গেছে অনেকের। বৃষ্টিপাত অব্যহত থাকলে চরম ক্ষতির মুখে পড়বে খেটে খাওয়া মানুষেরা মনে করছেন অনেকে।


বৈরী আবহাওয়ার কারনে গত শনিবার থেকে চৌগাছার উপর দিয়ে অবিরাম বৃষ্টিপাত অব্যহত আছে। দিন কিংবা রাত ২৪ ঘন্টায় একাধারে বৃষ্টির কারনে উপজেলার প্রতিটি এলাকায় পানি জমে গেছে। বিশেষ করে নিচু এলাকায় পানিতে থৈথৈ করছে। মাঠে কেটে রাখা আমন ধান ভাসছে পানিতে আর জালি দিয়ে রাখা ধান পানিতে তলিয়ে গেছে। পৌর এলাকার নিচু পাড়ামহল্লায় পানি ঢুকে পড়েছে। ঘর বাড়ি ছেড়ে মানুষকে নিরাপদ স্থানে যেতে দেখা গেছে। সোমবার দুপুরে পৌরসভার ২ নং ওয়ার্ডের থানাপাড়ার গুচ্ছপাড়া মহল্লায় যেয়ে দেখা যায়, গোটা মহল্লা পানিতে ডুবে গেছে। ২নং ওয়ার্ডের মহল্লটিা অপেক্ষাকৃত নিচু হওয়ার কারনে গত তিন দিনের বৃষ্টিতে গোটা মহল্লায় পানি জমে গেছে। মহল্লাতে অর্ধশত আদিবাসি পরিবার বসবাস করেন। বসত বাড়িতে পানি ঢুকে যাওয়ায় পরিবারের সকল সদস্য ঘরের অতি প্রয়োজনীয় জিনিসপত্র ও পোষা প্রাণীকে নিয়ে অন্যত্র চলে যেতে দেখা গেছে।


মহল্লার বাসিন্দা সুশান্ত সরদার, সুজন সরদার, সাদামনি সরদার, সন্তোষ সরদার, চন্দন সরদার, তরুন সরদার, দুষ্টু সরদার, সেন্টু সরদার জানান, বর্তমান উপজেলা পরিষদ এলাকায় তাদের আদি বসতবাড়ি ছিল। অভাব অনাটনের কারনে ভিটা বাড়ির জমি বিক্রি করে কম মূল্যে গুচ্ছপাড়ায় জমি কিনে বসবাস করছি। মহল্লায় অর্ধশত পরিবারে অন্তত আড়াই’শ মানুষের বসবাস। গোটা মহল্লা তুলনা মূলক নিচু হওয়ার কারনে বৃষ্টি হলেই পানি জমে। অন্য বছর গুলোতে পানি কিছুটা কম জমলেও এবারের পানিতে প্রতিটি বাড়িতে পানি ঢুকে গেছে। ঘরের সব জিনিসপত্র নষ্ট হচ্ছে। বাঁচার তাগিদে কিছু কিছু মালামাল নিয়ে অন্যত্র সরে যেতে হচ্ছে। একটি ড্রেন জরুরী হয়ে পড়েছে, ড্রেন হলে আমাদের কষ্ট লাঘব হবে। আদিবাসি গৃহবধু বিনোতা রানী সরদার, রিমা সরদার, ছোটবুড়ি বলেন, আমাদের কষ্টের কোন শেষ নেই। বৃষ্টির কারনে বাড়ি হতে বের হওয়া যাচ্ছে না। ঘরে থাকব সেটিও হচ্ছে না। পাড়ার সব ঘরে কোমর পানি জমে গেছে। টিউবওয়েলের গলা পর্যন্ত পানি উঠে গেছে। পানি থেকে রক্ষা পেতে সকলেই ঘর ছেড়ে উচু স্থান বা অন্য মহল্লায় স্বজনদের কাছে আশ্রায় নিয়েছি। সময় মত রান্না করতে পারছি না, পরিবারের ছোট সদস্যদের নিয়ে বেশি কষ্টে দিন পার করতে হচ্ছে, এছাড়া পোষা প্রাণী গরু ছাগল নিয়েও চরম বিপাকে পড়েছি। বৃষ্টি অব্যহত থাকলে কি ভাবে দিন পার করবো সেই চিন্তায় বিভোর গোটা মহল্লার বাসিন্দারা। সংশ্লিষ্ট ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর সাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আদিবাসি মহল্লা ঘুরে এসেছি, পানিবন্দি মানুষের সাথে কথা বলেছি। বৃষ্টির কারনে তারা নিদারুন কষ্টে দিন পার করছেন। মহল্লায় কিভাবে ড্রেন নির্মান করা যায় সে ব্যাপারে পরিষদে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।