অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের স্টাডি সেন্টার অবৈধ: ইউজিসি

0

লোকসমাজ ডেস্ক॥ অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের স্টাডি সেন্টারের অনুমোদন দেয়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য প্রচার করায় সোমবার (৬ ডিসেম্বর) ইউজিসি এর প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদে বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনের অনুমতির বৈধতা নিয়ে রিট’ শিরোনামে একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা ইউজিসির দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনে অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনে ইউজিসি অনুমোদন দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া, প্রতিবেদনে এডুকো বাংলাদেশ লিমিটেডকে (এসটিএস গ্রুপ) অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনেও ইউজিসি অনুমোদন দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশে কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার স্থাপনের অনুমোদন দেয়নি। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় গত ২৫ ফেব্রুয়ারি ‘মোনাশ কলেজ (অস্ট্রেলিয়া) স্টাডি সেন্টার, বাংলাদেশ’ স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতি দেয় বলে প্রতিবেদনে বলা হয়। তবে প্রতিবেদনে উল্লিখিত স্টাডি সেন্টার স্থাপনের অনুমতির বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে ইউজিসি।