বাঘারপাড়ার বাশুয়াড়ী ইউনিয়নে নৌকার প্রার্থীর ওপর বিদ্রোহীদের হামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার ৮ নং বাশুয়াড়ী ইউনিয়ন নির্বাচনে ‘নৌকা’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান সরদারের (৫৯) ওপর হামলা হয়েছে। এ হামলায় তিনি আহত হয়েছেন। আহতের পক্ষ থেকে দলের বিদ্রোহী প্রার্থী সমর্থকদের এ ঘটনার দায়ী করা হয়েছে। বাঘারপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন জানিয়েছেন, শুক্রবার রাত ৯টার দিকে চেয়ারম্যান প্রার্থী ও বাশুয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমানসহ তার সমর্থকরা খলিলপুর গ্রামে নির্বাচনী প্রচারে বের হন। এ সময় ৩০ থেকে ৪০ জনের একদল লোক তাদের ওপর হামলা চালায়। এ হামলায় ‘নৌকা’ প্রতীকের প্রার্থী আমিনুর রহমান আহত হন। রাত ১১টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার ঘটনায় দলের বিদ্রোহী প্রার্থী ‘আনারস’ প্রতীকের আবু সাইদ সরদারকে দায়ী করে কামরুজ্জামান বলেন, তার লোকজন এ হামলা চালিয়েছে। আহত প্রার্থী আমিনুর রহমান বলেন, নির্বাচনী প্রচারের সময় খলিলপুর গ্রামে দু’পক্ষের ম্েযধ হাতাহাতি হয়। এ সময় তার মাথায় আঘাত লাগলে তিনি আহত হন। হাসপাতাল থেকে গতকাল তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। ছাড়পত্র নিয়ে তিনি বাড়ি ফিরে গেছেন। আমিনুর রহমানের বাড়ি বাঘারপাড়ার পাকেররালী গ্রামে। আমিনুর রহমান জানিয়েছেন, তার মারপিট করার সময় ৩ জনকে তার লোকজন ধরে ফেলে। তাদেরকে বাঘারপাড়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ সময় পুলিশ ৬টি মোটরসাইকেল ও ৩টি মাইক্রোবাস আটক করে বলে জানিয়েছেন তিনি। একই সময় জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুড়া বাজারে নির্বাচনী হামলায় ১৫ জন আহত হয়েছিল, আহতদের ভেতর ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।