প্রকাশ্যে ময়না টিয়ার ভিডিও

0

লোকসমাজ ডেস্ক ॥ বর্তমান সময়ের উদীয়মান কণ্ঠশিল্পী মণি চৌধুরী। তিনি এবার গেয়েছেন সিলেটের আঞ্চলিক গান। ‘আমার ময়না টিয়া’ শিরোনামে গানটিতে মণির সঙ্গে দ্বৈতভাবে কন্ঠ দিয়েছেন আলী ইনসান।
সম্প্রতি পাম্মি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটির ডুয়েট ভার্সনের ভিডিও মুক্তি পেয়েছে। গানের কথা লিখেছেন মীর কায়ষার এবং মণি চৌধুরী। মিউজিক করেছেন রেমো বিপ্লব। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেল হয়েছেন মণি চৌধুরী ও আলী ইনসান।
গাজীপুরের পুবাইল, উলুখোলাসহ বিভিন্ন স্থানে গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়। ভিডিও নির্মাণ করেছেন জি স্বাধীন। এ প্রসঙ্গে শিল্পী মণি চৌধুরী বলেন, ‘গানটি সিলেটের আঞ্চলিক ভাষার ফোক গান। তাই আমরা চেষ্টা করেছি গতানুগতিক ধারার বাইরে গিয়ে পুরনো ঐতিহ্য নতুন রূপে দর্শকদের সামনে তুলে ধরতে। গ্রামীণ পরিবেশে পারিবারিক গল্পের আদলে গানটি সৃষ্টি। আশা করছি দর্শকদের হৃদয় ছুয়ে যাবে।’
গান সম্পর্কে আলী ইনসান বলেন, ‘সিলেটের আঞ্চলিক ভাষার গানটি সত্যিই অন্যরকম; ভিন্ন স্বাদের। গান এবং ভিডিও দুটির মধ্যে গ্রামীণ বৈচিত্র রয়েছে।’