নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

0

নড়াইল সংবাদদাতা ॥ মুজিববর্ষ উপলক্ষে নড়াইল সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শেষ হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সেতু বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার সপ্তাহব্যাপী এ কর্মসূচি সম্পন্ন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সড়কের দু’পাশে আমলকি, হরিতকি, বহেড়া, জলপাই, পেয়ারা, কাঁঠাল, আম, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ২শ’ চারা রোপণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন-ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় দে, সাধারণ সম্পাদক মনোজিত পাল, সহ-সভাপতি লিটন বিশ্বাস, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী, ফাউন্ডেশনের উপদেষ্টা তাপস বিশ্বাস ও বিষ্ণুপদ কর্মকার, সদস্য দিনরাজ বিশ্বাস, নিউটন মোল্যা, শরিফুল ইসলাম, নারায়ন বিশ্বাস, সুখেন বিশ্বাস, সুমন বিশ্বাস, চিন্ময় বিশ্বাস, রিপন ভট্টচার্য, রাজু ভট্টচার্য, গৌরব দাস, শাকিল মিনা, মিলন মজুমদার, পিযুস বিশ্বাস, মানস বিশ্বাস, ঈশান দে, উজ্জ্বল দাসসহ অনেকে। গত ১৬ নভেম্বর এ কর্মসূচির উদ্বোধন করা হয়।