জেলা প্রশাসকের কাছে আইনজীবী ফোরামের স্মারকলিপি: খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসায় আইনগত কোন বাধা নেই

0

স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা সুনিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, সরকার ফৌজদারি কার্যবিধির ধারা ৪০১(১)-এর ১ উপধারা মোতাবেক বেগম খালেদা জিয়াকে দুটি শর্তে মুক্তি দেয় এবং বাসায় থাকা অবস্থায় তিন দফায় তার মুক্তির আদেশ বর্ধিত করে। তিনি অদ্যাবধি কোন শর্ত ভঙ্গ করেননি। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বরতরা বলছেন, তার বিদেশে উন্নত চিকিৎসার বিকল্প নেই। দেশবাসীর মতো আমরা আইনজীবীগণ তার শারীরিক অবস্থার অবনতির ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। দেশে আইনের শাসন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে বেগম খালেদা জিয়ার যুগান্তকারী ভূমিকা বাংলাদেশের আইন অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকার ৪০১ (১) ধারামতে যে কোন সময় শর্তহীনভাবে নতুন প্রজ্ঞাপন জারি করে অথবা, ফৌজদারী কার্যবিধির ধারা ৪০১-৬ উপধারা মোতাবেক বিশেষ আদেশ ধারা বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। সেক্ষেত্রে আইনগত কোন বাধা নেই। বরং সরকারের এই সিদ্ধান্ত আইনানুগ হবে। নেতৃবৃন্দ অবিলম্বে বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ রুহুল কুদ্দুস কচি, সাধারণ সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।