বিভিন্ন উপজেলায় বিএনপির সমাবেশ

0

লোকসমাজ ডেস্ক॥ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল উপজেলাগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত প্রতিবেদন-
স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর) জানান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলার সভাপতিত্বে সোমবার সকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কেশবপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা কুতুব উদ্দিন বিশ্বাস,নুরুজ্জামান চৌধুরী,আবুল কাশেম, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুল আলম বুলবুল,যুবদল নেতা ্আলমগীর হোসেন পলাশ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, আসাদ, রিপন যুবনেতা রিপন, ডালি, নজরুল ইসলাম, ছাত্রদল নেতা মাসুম বিল্লাল, অহিদুর রহমান অন্তু প্রমুখ। অপর দিকে বিকেলে প্রভাষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। বক্তব্য রাখেঝন বিএনপি নেতা মশিয়ার রহমান, শেখ শহীদুল ইসলাম, মেহেদী হাসান বিশ^াস, ছাত্রদল নেতা আজিজুর রহমান প্রমুখ।
স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) জানান, চৌগাছায় যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। বেলা কিন্ডার গার্টেন স্কুল মাঠ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে স্কুলের সামনে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন যুবনেতা সালাউদ্দিন আহমেদ, মঈন আলী, আলীবুদ্দিন খান, ফারুক হোসেন, আলম দফাদার, আরাফাত হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা মেহেদী হাসান, আবু বকর সিদ্দিক, ছাত্রনেতা জসিম উদ্দিন, মেহেরান হোসেন জিতু প্রমুখ। নেতৃবৃন্দ এ সময় সরকারের উদ্যেশে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ব্যবস্থা করুন, তাকে সুস্থ থাকার সুযোগ করে দিন। দেশবাসীর প্রাণের এই দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার,মনিনরামপুর (যশোর) জানান, উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দলীয় কার্যালয়ের পাশে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল হাই, উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, সন্তোষ স্বর, জামশেদ আলী, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভুট্টো, বাবু বিশ^াস, আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, আইয়ুব আলী,আবদুল গফ্ফার, মহিবুল আলম মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ।
ফুলতলা (খুলনা) অফিস জানায়, উপজেলা বিএনপির উদ্যোগে সোমবার দলীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুলিশি বাধার কারণে স্বল্প পরিসরে সমাবেশ যুগ্ম আহবায়ক সেলিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শেখ আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, আনোয়ার হোসেন বাবু, বখতিয়ার শেখ, শেখ আব্দুল হালিম, আক্তার মাহমুদ, শেখ মহির উদ্দিন, সিরাজ মোড়ল প্রমুখ।
মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা জানান, উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ৪টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম শাহজামান মোহন, সদস্য সচিব মেহেদী হাসান রনি,যুগ্ম আহবায়ক নারগিস সুলতানা দিপা, পৌর সভাপতি আমিরুল ইসলাম চুন্নু ,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী ফয়সাল আহম্মেদ, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক নুরুল ইসলাম এরশাদ, সদস্য সচিব সুরুজজামান সুরুজ, ছাত্রদলের আহবায়ক কামরুল হাসান রতন, সদস্য সচিব আব্দুল মালেক প্রমুখ।
কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, পৌর ও উপজেলা বিএনপি যৌথভাবে বিক্ষোভ সমাবেশ করেছে। সোমবার শহরের পৌর বিএনপি অফিস চত্বরে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি সালাউদ্দীন বুলবুল সিডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, বিএনপি নেতা একরামুল হক, মমিনুল ইসলাম, আশরাফ আলী, মিজানুর রহমান সাণ্টু, যুব নেতা আশরাফুজ্জামান খান মুকুল, ফয়েজ আহমেদ তুফান, মাহফুজুল আলম মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুর রহমান, ছাত্র নেতা হুমায়ুন কবির হীরা, ফজলে রাব্বি প্রমুখ।