ঝিকরগাছায় সেট পরিবর্তন প্রশ্নে এসএসসি পরীক্ষা নেয়ায় কেন্দ্র সচিবের বিরুদ্ধে অভিযোগ

0

স্টাফ রিপোটার॥ যশোরের ঝিকরগাছায় সেট পরিবর্তন প্রশ্নে এসএসসি পরীক্ষা নেয়ায় কেন্দ্র সচিবের বিরুদ্ধে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন অভিভাবকরা। ১২ জন স্বাক্ষরিত লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, যশোর শিক্ষাবোর্ডর অধীনে চলমান এসএসসি পরীক্ষায় গত ২১ নভেম্বর সকালে ভুগোল ও পরিবেশ (সৃজনশীল) এবং বিকালে ছিল ফিন্যান্স ও ব্যাংকিং (সৃজনশীল) পরীক্ষা সেট ৩ এর পশ্নের পরিবর্তে ঝিকরগাছা বিএম হাইস্কুল (৫২১) নং কেন্দ্রে সেট এক প্রশ্নে পরীক্ষা নেয়া হয়েছে। ফলে কেন্দ্র সচিবের দায়িত্বহীনতার কারনে মারাত্বক এই ভুলে শিক্ষার্থীদের অপুরনীয় ক্ষতি হয়েছে। জানাগেছে, এসএসসি পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে শিক্ষাবোর্ড হতে একটি কোর্ড উল্লেখ করে ম্যাসেস দেয়া হয়। ম্যাসেস দেয়া কোর্ড অনুযায়ী পরিক্ষা নেয়া হয়। কিন্তু এদিনের সকাল বিকাল দুটি পরীক্ষায় সেট ৩ এর পরিবর্তে সেট এক নাম্বারে পরীক্ষা নেয়া হয়েছে। উল্লেখিত ঘটনা জানাজানি হলে, রবিবার রাতেই ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক কেন্দ্র সচিব বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদকে প্রত্যাহার করে লাউজানী এন এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সেলিম রেজাকে কেন্দ্র সচিবের দায়িত্ব দিয়েছেন। একই সাথে ইউএনও প্রতিনিধি উপজেলা সমবায় অফিসারকেও দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। অন্য সেটে পরীক্ষা দেয়ার ফলে ওই কেন্দ্রে পরীক্ষা দেয়া বিদ্যালয় গুলোর শিক্ষার্থীদের লিখিত উত্তরপত্র মূল্যায়ন থেকে বঞ্চিত হবার আশংকা করছেন ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আমীন মুকুল ও অভিবাবক সাংবাদিক শাহিনুর রহমানসহ অসংখ্য অভিভাবক।