চৌগাছা জগন্নাথপুর পাক হানাদার মুক্ত দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলার ৭১ এর রনাঙ্গন বলে খ্যাত জগন্নাথপুর হানাদার মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে মুক্তিনগর শহীদ স্মরণী শিক্ষা নিকেতনের উদ্যোগে সোমবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। র‌্যালীটি জগন্নাথপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিনগর শহীদ স্মরনী শিক্ষা নিকেতনে এসে শেষ হয়। সেখানে দিনটির তাৎপর্য তুলে ধরে স্মৃতিচারণ মূলক আলোচনা সভা করেন শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলীর সভাপতিত্বে আলোচনা করেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক সিনিয়র শিক্ষক ডালিয়া পারভীন, সোনিয়া সাইদান নাহার, হারুন অর রশিদ, আব্দুল ওহাব, সাইদুর রহমান টিটো, আব্দুস সাকুর প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।