কুয়েটে দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোকসভা

0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী সুব্রত কুমার এবং এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সবুজ মণ্ডল এর অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শোকসভায় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘আমরা চাই না আর কোনো প্রাণ অকালে ঝরে যাক।’ এ সময় বক্তব্য দেন, আর্কিটেকচার বিভাগের প্রধান প্রফেসর ড. কাজী হামিদুল বারী প্রমুখ। বিজ্ঞপ্তি