বাগেরহাটে এইচএসসি শিক্ষার্থীদের করোনা প্রতিরোধে টিকা দেওয়া শুরু

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে জেলার সদর হাসপাতালের তিনটি কক্ষে এ টিকা কার্যক্রম শুরু হয়। বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল ও সরকারি মহিলা কলেজের ৫শএইচএসসি শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হয়। এ দিকে টিকা নিতে পেরে খুশি হয়েছেন পরীক্ষার্থীরা। সদর উপজেলা পরিবার পরিকল্পনা (স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রদীপ বকসী জানান. ফাইজার-বায়োএনটেক‘এর ২৩ হাজার ৪শ টিকা এইচএসসি পরীক্ষার্থীদের দেওয়া হবে। জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীরা এই টিকা গ্রহণ করতে পারবে। প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত টিকা গ্রহণের জন্যে ৭ লাখ ৩৯ হাজার ৪৫২ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৬ লাখ ১৪ হাজার ৮৭৯ জন প্রথম ডোজ এবং ৩ লাখ ৮১ হাজার ৮৭২ জন ২য় ডোজ নিয়েছেন। গত বৃহস্পতিবার পর্যন্ত সিনোফার্মার ১০ লাখ ৪৪ হাজার ২শ টিকা, কোভিশিল্ড ৯৯ হাজার, এ্যাস্ট্রোজেনেকা ১৬ হাজার ৪শ এবং ফাইজারের ২৩ হাজার ৪শ ডোজ টিকা পেয়েছে জেলার সিভিল সার্জন অফিস।