নানা আয়োজনে যবিপ্রবির পিটিআর বিভাগের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

0

আনন্দ শোভাযাত্রা, কেক কাটা এবং ফিজিওথেরাপি ক্লিনিক্যাল সার্ভিস, ডিজিটাল ক্লাসরুম ও ডিজিটাল ফিজিওথেরাপি ল্যাবরেটরি উদ্বোধনসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সকালে যবিপ্রবির ডা. এম আর খান মেডিকেল সেন্টারের সামনে থেকে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে পিটিআর বিভাগের বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরও ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, ড. শিরিন নিগার, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম মুজাহিদুল হক, প্রক্টর ড. সেলিনা আক্তার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ড.ইঞ্জি., বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এস চক্রবর্তী, যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডা. ফিরোজ কবীর প্রমুখ। শোভাযাত্রা শেষে বিভাগটির ফিজিওথেরাপি ক্লিনিক্যাল সার্ভিস, ডিজিটাল ক্লাসরুম ও ডিজিটাল ফিজিওথেরাপি ল্যাবরেটরির উদ্বোধন করেন উপাচার্য। প্রসঙ্গত, ২০১৮-১৯ সেশনে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের যাত্রা শুরু হয়। -বিজ্ঞপ্তি