চুড়ামনকাটির খিতিবদিয়ায় অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভষ্মীভূত

0

চুড়ামনকাটি (যশোর)সংবাদাতা॥ শুক্রবার রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের যশোর সেনানিবাস সংলগ্ন খিতিবদিয়া কলাবাগানে ৩টি দোকান আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকলাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দোকান মালিকরা জানান। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কলাবাগান মোড়ে একে এম আবুল কাশেমের ভ্যারাইটি স্টোরে আগুন জ¦লতে দেখেন পাশের ভবনের লোকজন। এ সময় তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুনের তীব্রতা বাড়তে থাকায় গ্রামবাসী যশোর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিভলেও এম আবুল কাশেমের ভ্যারাইটি স্টোর, মোশারফ হোসেনের টি স্টোর ও হোসেন আলীর দোকান পুরোটায় পুড়ে ছাই হয়ে যায়। তবে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি বলে সংশি¬ষ্টরা জানান। এ সময় দোকানের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে এলাকার কয়েকটি ভবন এখনো বিদ্যুৎ বিহীন রয়েছে। স্থানীয়দের ধারণা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রত্যক্ষাদর্শীরা জানায়, আগুনের তীব্রতা এতোটাই ছিলো যে তার সেখানে লোকজন যেতে পারিনি। দোকান মালিক একে এম আবুল কাশেম জানান, তার দোকানের ৭/৮ লাখ টাকার মালামাল রুড়ে গেছে। দোকান মালিক হোসেন আলী জানান, তার উপার্জনের একমাত্র পথ আগুনে কেড়ে নিয়েছে। যশোর সেনানিবাস সংলগ্ন হওয়ায় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরির্দশন করেছেন বলে জানা গেছে।