যশোর ইনস্টিটিউটে গণগ্রন্থগারের সংকট নিয়ে মতবিনিময় সভা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গণগ্রন্থগারের সংকটময় সময় থেকে উত্তরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির আয়োজনে শনিবার বিকেলে এ সভা হয়। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির বই ব্যাংক ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি কাসেদুজ্জামান সেলিম। আলোচক ছিলেন প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সম্পাদক এস. নিয়াজ মোহাম্মদ। এসময় পরামর্শমূলক মতামত ব্যাক্ত করেন অধ্যাপক মসিউল আজম, ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক উপজেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বাস ওয়াহিদুজ্জামান, সাংবাদিক মনিরুল ইসলাম, প্রণব কুমার দাস, শনিবাসরীয় সাহিত্য আসরের আহ্বায়ক মমতাজ উদ্দীন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মুজিবর রহমান, মণিরামপুর মশিহাটি দীপশিখা পাঠাগারের সভাপতি প্রকাশ চন্দ্র ধর, ঝিকরগাছা পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, টিপু সুলতান, গণগ্রন্থাগারের রাসেদুল ইসলাম, উজ্জ্বল কুমার বালা প্রমুখ। মতবিনিময় সভায় আলোচকবৃন্দ বলেন, আকাশ সংস্কৃতির আগ্রাসনের কারণে মানুষ এখন বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যেকারণে দেশের গ্রন্থাগারগুলো পাঠক শূন্য হয়ে পড়ছে। এ অবস্থা দেশের মেধা বিকাশে বড় অন্তরায় হয়ে দেখা দিয়েছে। আলোচকবৃন্দ এ পরিস্থিতি উত্তরণে গণগ্রন্থাগারগুলোতে পাঠক আকৃষ্ট করতে সবাইকে উদ্যোগী হওয়ার আহবান জানান।