পালিয়ে আসার নেপথ্যে হৃদয়বিদারক কাহিনী: রাজধানী থেকে ‘নিখোঁজ’ ৩ বোন যশোরে পিতার বাড়ি থেকে উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে ‘নিখোঁজ’ ৩ বোনকে শুক্রবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামে তাদের পিতার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর তারা তাদের পালিয়ে আসার নেপথ্যের হৃদয়বিদারক কাহিনী পুলিশের কাছে তুলে ধরেছে। দীর্ঘ ১০ বছর ধরে তাদেরকে পিতার সাথে যোগাযোগ করতে দেয়া হয়নি এবং অত্যাচার করা হতো। এ কারণে পালিয়ে পিতার কাছে চলে এসেছে বলে জানায় তারা। উদ্ধার হওয়া ৩ বোন হচ্ছে, রুকাইয়া আরা চৌধুরী (২১), জয়নব আরা চৌধুরী (১৯) ও খাদিজা আরা চৌধুরী (১৭)।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, ওই ৩ জন সদর উপজেলার চাঁদপাড়া পশ্চিমপাড়ার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক রফিকুজ্জামানের মেয়ে। তাদের মায়ের নাম তাসনিম আরা চৌধুরী। তাদের সাথে কথা বলে জানা গেছে, তারা পিতামাতার সাথে ঢাকার উত্তরা লেকসিটি কনকর্ডে ভাড়া থাকতো। ২০১২ সালের দিকে পিতামাতার মধ্যে ঝগড়া হলে তাদের পিতা যশোরে চলে আসেন। আর তারা ৩ বোন ঢাকায় তাদের মায়ের সাথে থেকে যায়। কিন্তু পিতামাতা আলাদাভাবে বসবাসের পর হতে তাদেরকে পিতার সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। এমনকী তাদের ওপর অত্যাচার করা হতো। এরই মধ্যে ২০১৩ সালের ২৮ আগস্ট তাদের মা ক্যান্সারে মারা গেলে রুকাইয়া আরা চৌধুরীকে খালা সাজিয়া নওরিন চৌধুরী এবং জয়নব আরা চৌধুরী ও খাদিজা আরা চৌধুরীকে আরেক খালা সামিয়া আরা চৌধুরী লালন পালনের দায়িত্ব নেন। কিন্তু পিতার সাথে যোগাযোগ করতে না দেওয়া এবং অত্যাচারে কারণে তারা ৩ বোন পালিয়ে যশোরে আসার পরিকল্পনা করে। এরপর গত গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা মোহাম্মদপুরের বাসা থেকে পালিয়ে যশোরে পিতার বাড়িতে চলে আসে। এদিকে ৩ বোন ‘নিখোঁজ’ হওয়ায় তাদের খালা সাজিয়া নওরিন চৌধুরী আদাবর থানায় একটি জিডি (নং-৮৭৫) করেন। এই জিডির প্রেক্ষিতে যশোর কোতয়ালি থানা পুলিশের এসআই আনছারুল হক শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ‘নিখোঁজ’ ৩ বোনকে তাদের পিতার বাড়ি থেকে উদ্ধার করেন। ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার আরো জানান, উদ্ধার হওয়া ৩ বোন টিকটকে আসক্ত নয়। তাদের এন্ড্রয়েট মোবাইল ফোনসেটও নেই। কোতয়ালি থানা পুলিশের এসআই আনছারুল হক জানান, যেহেতু তাদের নিখোঁজ সংক্রান্তে ঢাকার আদাবর থানায় জিডি হয়েছে। এ কারণে আদাবর থানার জিডি’র তদন্তের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা যশোরে এলে এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।