ডুমুরিয়ায় আওয়ামী লীগের ৯ নেতা বহিষ্কার

0

এম রুহুল আমীন, ডুমুরিয়া (খুলনা)॥ খুলনার ডুমুরিয়ায় ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী ও প্রতিকের বিপক্ষে অবস্থান নেয়ায় আওয়ামীলীগের ৯ নেত কে বহিষ্কার করা হয়েছে। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত উপেক্ষা করে এবং দল মনোনীত ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার এর নৌকা প্রতীকের বিরুদ্ধাচারন করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনে সরাসরি কাজ করার প্রমান পাওয়ায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক তাদেরকে সাময়িক ভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কারের ব্যবস্থা গ্রহনের জন্যে উপজেলা আওয়ামীলীগের মাধ্যমে জেলা কমিটির নিকট সুপারিশ করা হয়েছে বলেও জানিয়েছে দলীয় সূত্র। বহিষ্কৃতরা হলেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম খান, সদস্য খান আবু বক্কার, ১ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক খান রফিকুল ইসলাম, ২ নং ওয়ার্ড সভাপতি খান নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম গাজী, ৩ নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম সরদার, ৭ নং ওয়ার্ডের সহ-সভাপতি নজরুল ইসলাম সরদার ও সাংগঠনিক সম্পাদক লাভলু সরদার। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আছফার হোসেন জোয়াদ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।