আন্তর্জাতিক সংবাদ

0

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদের বাড়িতে বিজেপি কর্মীদের অগ্নিসংযোগ
লোকসমাজ ডেস্ক॥ বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা নিয়ে লেখা বইয়ে বিজেপি-আরএসএসের হিন্দুত্ববাদকে আইএস-বোকো হারামের জঙ্গিবাদের সঙ্গে তুলনা করায় কংগ্রেস নেতা ও ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিজেপি নেতাকর্মীরা। সোমবার দুপুরে তার নৈনিতালের বাড়িতে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানায় সংবাদ প্রতিদিন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, হামলাকারীদের হাতে বিজেপির পতাকা ছিল। বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার পরে তারা আগুন ধরিয়ে দেয়। পোড়ানো হয় সালমান খুরশিদের কুশপুত্তলিকা। কুমায়ুনের ডিজিআই নীলেশ আনন্দ জানান, হামলার ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রাকেশ কপিলসহ আরও ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এদিকে নিজের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ভিডিও ফেইসবুকে পোস্ট করে সালমান খুরশিদ লেখেন, ‘আমার মনে হয় এই বন্ধুরা আজ নিজেরাই প্রমাণ দিয়ে গেলেন, আমি উগ্র হিন্দুত্ব নিয়ে কিছু ভুল বলেছিলাম কি?’ ভিডিওতে দেখা যায়, দাউদাউ করে আগুন জ্বলছে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর বাড়িতে। ভাঙচুর চালানো হয়েছে দরজা ও জানলাতেও। এদিকে সালমান খুরশিদের বাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, ‘লজ্জাজনক ঘটনা। সালমান খুরশিদ এমন একজন নেতা যিনি গোটা পৃথিবীতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন।’

রাশিয়ার স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র
লোকসমাজ ডেস্ক॥ রাশিয়ার স্যাটেলাইট বিধ্বংসী (অ্যান্টি-স্যাটেলাইট) ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত ক্রুদের জীবন বিপন্ন করে তুলেছে। রাশিয়ার স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন’ বলেও মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি বলছে, এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণে রাশিয়া নিজেদের একটি স্যাটেলাইট ধ্বংস করে। এতে সেখান থেকে তৈরি বর্জ্যরে কারণে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের ক্রুরা স্টেশনের ভেতরে ক্যাপসুলে অবস্থান নিতে বাধ্য হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ৪২০ কিলোমিটার ওপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবীকে প্রদক্ষিণ করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক ব্রিফিংয়ে বলেন, ‘আজ আরও আগে রাশিয়া তাদের একটি স্যাটেলাইটকে লক্ষ্য করে বেপরোয়াভাবে পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।’ তিনি বলেন, ‘রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে কক্ষপথে ১৫০০ টুকরো বর্জ্য তৈরি করেছে যেগুলো দেখা যায়। এছাড়া আরও হাজার-হাজার ক্ষুদ্র বর্জ্য তৈরি করেছে যা মহাকাশে সব দেশের স্বার্থকে ঝুঁকির মুখে ফেলেছে।’ তবে রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র এই ঘটনাকে গুরুত্ব দিচ্ছে না। সংস্থাটি টুইট করে বলেছে, রাশিয়ার স্যাটেলাইট ধ্বংস হওয়ার পর যেসব টুকরো বর্জ্য তৈরি হয়েছে, সেগুলো দ্বারা অন্য কিছুর ক্ষতি হয়নি। তবে যে জায়গাটিতে এটি ঘটানো হয়েছে সেটি এখনো দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে, মিসাইলের আঘাতে রাশিয়ার কসমস- ১৪০৮ স্যাটেলাইটটি ধ্বংস হয়ে গেছে। এটি ১৯৮২ সালে গুপ্তচর স্যাটেলাইট হিসেবে উৎক্ষেপণ করা হয়েছিল। এটির ওজন এক টনের মতো এবং অনেক আগেই স্যাটেলাইটটি অকেজো হয়ে যায়। ভূ-পৃষ্ঠ থেকে স্যাটেলাইট ধ্বংস করার ক্ষমতা বেশ কিছু দেশের রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ভারত অন্যতম। এ ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া খুবই বিরল। কারণ, এ ধরনের কর্মকাণ্ডে মহাকাশে মারাত্মক দূষণ হয়। এর আগে ২০০৭ সালে চীন যখন তাদের একটি অকেজো আবহাওয়া স্যাটেলাইট ধ্বংস করেছিল, তখন দুই হাজারের বেশি দৃশ্যমান টুকরো হয়েছিল।

যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে হুঁশিয়ারি চীনের
লোকসমাজ ডেস্ক॥ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেছেন যে, তাইওয়ানের স্বাধীনতাকে উৎসাহিত করা হবে ‘আগুন নিয়ে খেলা’র শামিল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। বাইডেন গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর থেকে এই বৈঠক সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সংঘাত এড়াতে উভয় পক্ষই নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। এই সম্মেলন দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর একটি প্রচেষ্টা ছিল। তবে তারা সবচেঢে সংবেদনশীল বিষয়গুলোর একটি তাইওয়ানের স্বাধীনতা ইস্যুতে চুপ থাকতে পারেননি। চীন তাইওয়ানকে তার একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসাবে দেখে এবং মনে করে যে সেটি একদিন চীনের মূল ভূখণ্ডের সঙ্গে পুনরায় একত্রিত হবে।