ঝিকরগাছার কাশিপুর প্রাইমারি স্কুলের এক শিক্ষিকার বিরুদ্ধে নানা অভিযোগ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাকামা মাহমুদার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। ৪০ জন স্বাক্ষরিত এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা শিক্ষা অফিসার বরাবর এ অভিযোগ করা হয়। যার অনুলিপি জেলা শিক্ষা অফিসার, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও ঝিকরগাছা প্রেস ক্লাব বরাবর প্রেরণ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষিকা মাকামা মাহমুদা ২০০৩ সাল থেকে ১৬ বছর একই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। ওই প্রতিষ্ঠানে তিনি পুরাতন শিক্ষিকা হওয়ার কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ অভিভাবকদের কাউকে তোয়াক্কা করেন না। এমনকি তিনি ক্লাসে পাঠদানে অমনোযোগী, সামান্য ত্রুটিতে শিক্ষার্থীদের মারপিট, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সাথে প্রায়ই ঝগড়া বিবাদে লিপ্ত থাকেন। এসব ব্যাপারে কেউ কথা বলতে গেলে তিনি অভিভাবকসহ সকলের সাথে অসদাচরণ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ফলে দ্রুত সময়ের মধ্যে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাকামা মাহমুদাকে অন্যত্র বদলির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীসহ অভিভাবকবৃন্দ। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা খাতুন বলেন, ‘পাঠদানে ফাঁকির বিষয়টি সঠিক না। তবে সহকারী শিক্ষিকা মাকামা মাহমুদা বিদ্যালয়ে ২০০৩ সাল থেকে কর্মরতসহ অন্যান্য অভিযোগগুলো আংশিক সত্য’।