যশোরে কিস্তির টাকা আদায় করতে গিয়ে হামলার শিকার ৩ ব্র্যাক কর্মী

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ব্র্যাকের তিন কর্মী। তাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গত রবিবার বিকেলে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের কুটি লাউখালী গ্রামে এ ঘটনা ঘটে। ব্র্যাক চুড়ামনকাটি অফিসের ব্যবস্থাপক গৌতম নন্দীর অভিযোগ, মাসিক কিস্তি দেওয়ার শর্তে ব্র্যাক অফিস থেকে কুটি লাউখালী গ্রামের হৃদয় মণ্ডলের স্ত্রী জেসমিন খাতুন ৪০ হাজার টাকা এবং বিল্টু মণ্ডলের স্ত্রী পায়রা খাতুন (৪৮) ৩০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। ওই ঋণের কিস্তির টাকা আদায় করার জন্য কর্মসূচি সংগঠকরা গেলে জেসমিন খাতুন তাদের নানাভাবে ঘোরাতে থাকেন। গত রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে কিস্তির টাকা আদায়ের জন্য কর্মী দেবিকা রানী (৩০), প্রবীর ঢালী (৩৬) এবং মাছুরা খাতুন (২৮) গ্রহিতা জেসমিন খাতুনের বাড়িতে যান। কিন্তু কিস্তির টাকা চাওয়ায় জেসমিন খাতুনসহ পরিবারের লোকজন তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করায় বটি নিয়ে ধাওয়া করেন। এক পর্যায়ে লাঠি ও লোহার রড দিয়ে তাদের মারধর করা হয়। এ সময় দেবিকা রানীর গলায় থাকা সোনার একটি চেইন এবং ভ্যানেটিব্যাগে থাকা ১৫ হাজার টাকা কেড়ে নেওয়া হয়। পুলিশ জানায়, মারধরের ঘটনায় ব্র্যাক চুড়ামনকাটি অফিসের ব্যবস্থাপক গৌতম নন্দী ৫ জনকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা করেছেন। আসামিরা হলেন, কুটি লাউখালী গ্রামের বিলায়েত আলী মণ্ডলের দুই ছেলে লান্টু মণ্ডল (৫৫), বিল্টু মণ্ডল (৫৪), লাল্টু মণ্ডলের দুই ছেলে হৃদয় মণ্ডল (২৬) ও শাকিল মণ্ডল (২০) এবং হৃদয় মণ্ডলের স্ত্রী জেসমিন খাতুন (২৩)।