সমাজসেবক হিসেবে রামনগর ইউপি চেয়ারম্যান নাজনীন পেলেন স্বর্ণপদক

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজনীন নাহারকে স্বর্ণপদক দেওয়া হয়েছ। বৃহস্পতিবার বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) ঢাকা কর্তৃক নাজনীন নাহারকে যোগ্য সমাজসেবক হিসেবে স্বর্ণপদক সম্মাননা স্মারক দেওয়া হয়। কোভিড-১৯ মোকাবিলায় সফলতার স্বীকৃতিস্বরূপ তাকে এ স্বর্ণপদক দেওয়া হয়। তিনিই যশোর জেলায় ইউপি চেয়ারম্যান হিসেবে একমাত্র স্বর্ণপদকে ভূষিত হয়েছেন। এ সম্মাননা পাওয়ায় তিনি ইউনিয়নবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।