ক্রীড়াঙ্গনের অবস্থা দেখলে আফসোস হয়: হাফিজ

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের ক্রীড়াঙ্গনের অবস্থা দেখলে আফসোস হয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন। তিনি বলেন, আজকে দেশের ঐতিহ্যবাহী ক্লাবগুলোতে মদের বোতল পাওয়া যায়। ক্যাসিনো খেলা হয়। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন হাফিজ উদ্দিন। তিনি বলেন, একসময় মোহামেডান ক্লাবে খেলেছি। মোহামেডান খুব ভালো খেলেছে। অথচ এখন আর সেই খেলা নেই। এর কারণ, আজকে ক্রীড়া সংগঠক কারা? এক সময় খেলাধুলা থেকে রাজনীতিকে দূরে রাখার স্লোগানই ছিল।
বর্তমান সরকার খেলাধুলার মধ্যে রাজনীতি ঢুকিয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের মোহাম্মদ হানিফ ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন। অথচ তিনি খেলাই পারেন না। শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে প্রধান বানানো হয়। কাজী গোলাম মোস্তফা সাহেব কোনোদিন খেলায় অংশ নেননি। অথচ তিনি ফেডারেশনের দায়িত্ব পান। শুধুমাত্র রাজনৈতিক কারণে। পাকিস্তান আমলে কোনো পাতানো খেলা ছিল না মন্তব্য করে হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশে প্রথম খেলায় ধস নেমেছিল ৭২ সালে। এরপর ৭৩ সালে ধীরে ধীরে পাতানো খেলা শুরু হলো। জিয়াউর রহমান একজন ক্রীড়াপ্রেমী ছিলেন উল্লেখ করে তিনি বলেন, মেজর জিয়া একজন ভালো বক্সার ছিলেন। বেগম জিয়াও একজন ক্রীড়াপ্রেমী লোক। বর্তমান সরকারের আমলে কিসের খেলাধুলা হবে। তারা রাতের অন্ধকারে যেভাবে নির্বাচন করে, সব ক্ষেত্রেই তারা এমন দুই নম্বরি করে। খেলাধুলা আর আওয়ামী লীগ একসঙ্গে যাবে না।