ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে জন্মনিবন্ধন বিষয়ক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে বাবর আলী ও নিশ্চিন্তপুর বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে জন্মের ৪৫দিনের মধ্যে জন্মনিবন্ধন বিষয়ক সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মা সমাবেশে সভাপতিত্ব করেন, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ। সমাবেশে শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে ফ্রিতে জন্মনিবন্ধন নিতে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন, পেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ, বাবর আলী বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল আলীম, প্রধান শিক্ষক হোসনে আরা মিতা, পচিালনা পরিষদের সদস্য সাঈদ আলী, নিশ্চিন্তপুর বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল কবীর, সহকারী প্রধান শিক্ষক হাসানুজ্জামান, সহকারী শিক্ষক সুফিয়া খাতুন, পেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক জাহাঙ্গীর প্রমুখ। সমাবেশে শেষে প্রতিবন্ধী শিশুদের মাঝে সংগঠনের পক্ষ থেকে ওজনমাপক যন্ত্রসহ শীতকালিন খেলার সামগ্রী ক্রিকের ব্যাট, র‌্যাকেট, ফুটবল, ভলিবল ও দাবা প্রদান করা হয়।