খুলনায় লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সাধারন মানুষ দিশেহারা : মঞ্জু

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ সরকারের হঠকারী সিদ্ধান্তে কেরোসিন, ডিজেল ও এলপি গ্যাসের মুল্যে বৃদ্ধি ও বর্ধিত পরিবহণ ভাড়া প্রত্যাহারের দাবিতে সোমবার দুপুর ১২টায় খুলনায় কেন্দ্র ঘোষিত লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন হয়েছে। কর্মসূচির উদ্বোধন করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দীর্ঘ একযুগ ধরে দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। দুর্নীতি, অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার, ব্যাংক লুটপাট ও শেয়ারবাজার কেলেঙ্কারি দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব যেন সরকারি কর্মকর্তাদের ওপর না পড়ে সে জন্য তাদের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এর প্রভাব পড়েছে দেশের সাধারণ জনগণ ও খেটে খাওয়া মানুষের ওপর। সাধারন মানুষ এখন দিশেহারা হয়ে পড়ছে।
সাবেক এমপি মঞ্জু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করার এক গভীর ষড়যন্ত্র মেতে আছে সরকার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীই আওয়ামী সরকারের টিকে থাকার ভিত্তি, জনগণ নয়। তাই আওয়ামী শাসকগোষ্ঠী বিরোধী পক্ষকে বন্দীশালায় আটকে রাখতে উন্মাদ হয়ে গেছে। এ সময় উপস্থিত ছিলেন আমির এজাজ খান, শেখ মোশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, শাহ জালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, আব্দুল রাকিব মল্লিক, অধ্যাপক মনিরুল হক বাবুল, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, শামসুল আলম পিন্টু, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, মুজিবর রহমান, ইকবাল হোসেন খোকন প্রমূখ। উদ্বোধন শেষে কেডি ঘোষ রোড, স্যার ইকবাল রোড, হেলাতলা রোডে পথচারি, ব্যবসায়ী ও সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরন করেন নেতৃবৃন্দ।