যশোরে চোরচক্রের ৬ সদস্য আটক করে চোরাই মোটরসাইকেল উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পৃথক অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন-যশোরের অভয়নগর উপজেলার লক্ষ্মীপুর পশ্চিমপাড়ার মো. ইশরাত সরদারের ছেলে মো. আরিফুল ইসলাম (২২), মো. কাওসার শেখের ছেলে মো. হেলাল শেখ (২২), ধোপাদী গ্রামের হাসান গাজীর ছেলে মো. শিমুল গাজী (২১), শংকরপুর গ্রামের মো. হাকিম গাজীর ছেলে মো. শিমুল গাজী (৩৪), পাঁচকবর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. ফিরোজ হোসেন মোল্লা (২৫) ও সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে মো. হাসান আকন (২৩)। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মোটরসাইকেল দুটি টিভিএস ব্র্যান্ডের অ্যপাচি আরটিআর।


ডিবি পুলিশ সূত্র জানায়, গত শনিবার রাত সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশের এসআই মো. ইদ্রিসুর রহমান গোপন সূত্রে জানতে পারেন, যশোরে চাঁচড়া চেকপোস্টে এক ব্যক্তি চোরাই মোটরসাইকেল বিক্রির জন্য অবস্থান করছেন। এ খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে চাঁচড়া চেকাপোস্ট শ্রমিক ভবনের সামনে অভিযান চালান। সেখান থেকে এ সময় নম্বরবিহীন একটি টিভিএস ব্র্যান্ডের নীল রঙের অ্যাপাচি মোটরসাইকেলসহ আরিফুল ইসলাম নামে এক যুবককে আটক করেন এসআই ইদ্রিসুর রহমান। আটকের পর জিজ্ঞাসাবাদে আরিফুল ইসলাম ডিবি পুলিশের কাছে স্বীকার করেন মোটরসাইকেলটি চোরাই। অভয়নগরের লক্ষ্মীপুর পশ্চিমপাড়ার হেলাল শেখ ও ধোপদী গ্রামের শিমুল গাজীর কাছ থেকে তিনি মোটরসাইকেলটি কিনে বিক্রির উদ্দেশ্যে চাঁচড়া চেকপোস্টে অবস্থান করছিলেন। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভয়নগরের লক্ষ্মীপুর ও ধোপাদী গ্রামে পৃথক অভিযান চালিয়ে হেলাল শেখ ও শিমুল গাজীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আরিফুল ইসলামের কাছে চোরাই মোটরসাইকেল বিক্রির কথা স্বীকার করেন। তারা ডিবি পুলিশকে একথা জানান যে, ৬ মাস আগে অভয়নগরের শংকরপুর গ্রামের শিমুল গাজী ও পাঁচকবর এলাকার ফিরোজ হোসেন মোল্লার কাছ থেকে কম দামে মোটরসাইকেলটি কিনে বেশি দামে বিক্রি করেছিলেন। ওই দুজনের কাছে আরো চোরাই মোটরসাইকেল আছে বলে তারা জানান। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শংকরপুর ও পাঁচকবর এলাকায় পৃথক অভিযান চালিয়ে শিমুল গাজী ও ফিরোজ হোসেন মোল্লাকে আটক করে ডিবি পুলিশ। পরে তাদের স্বীকারোক্তিতে শনিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামে অভিযান চালিয়ে হাসান আকন নামে এক যুবককে আটক করা হয়। এ সময় হাসান আকনের ঘরের বারান্দা থেকে টিভিএস ব্র্যান্ডের লাল রঙের একটি চোরাই অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়। সূত্র জানায়, এই মোটরসাইকেল চোরচক্রের অন্যতম সদস্য কাজী রায়হান তিতু (২৮) নামে এক যুবক। তিনি খুলনার ফুলতলা উপজেলার দামুদা এলাকার মৃত তারেক কাজীর ছেলে। তার কাছ থেকে কম দামে একাধিক চোরাই মোটরসাইকেল কিনে বিভিন্ন স্থানে বিক্রি করেছেন আটক ওই চোরচক্রের সদস্যরা। সূত্রটি আরো জানায়, কাজী রায়হান তিতুকে আটক করা যায়নি। এদিকে চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চোরচক্রের ৬ সদস্যকে আটকের ঘটনায় রোববার কোতয়ালি থানায় মামলা করেছেন এসআই ইদ্রিসুর রহমান।