এসএসসি-সমমান পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ১৯ হাজার

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৮ হাজার ৮২০ জন পরীক্ষার্থী। এরমধ্যে এসএসসির পদার্থ বিজ্ঞান পরীক্ষায় ৩ হাজার ৫৪৮ জন, কারিগরি শিক্ষা বোর্ডের পদার্থ বিজ্ঞান (সৃজনশীল) পরীক্ষায় ৫ হাজার ৩৭৮ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোরান মাজিদ ও তাজভিদ এবং পদার্থ বিজ্ঞান পরীক্ষায় ৯ হাজার ৮৯৪ জন অনুপস্থিত ছিল। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কন্ট্রোল রুম, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর জানায়, দেশে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এবার এসএসসিতে প্রথম দিন পদার্থ বিজ্ঞান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল চার লাখ ৮৪ হাজার ৪৮৬ জন। এরমধ্যে প্রথম দিন পদার্থ বিজ্ঞান পরীক্ষায় অংশ নিয়েছে ৪ লাখ ৮০ হাজার ৯৩৮ জন। অনুপস্থিত ছিল ৩ হাজার ৫৪৮ জন। পরীক্ষা চলাকালে ২ জন পরীক্ষার্থী এবং দুই জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) প্রথম দিনের পদার্থ বিজ্ঞান (সৃজনশীল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৪২ হাজার ৭২৪ জন। এরমধ্যে অংশ নেয় এক লাখ ৩৭ হাজার ৩৪৬ জন। অনুপস্থিত ছিল ৫ হাজার ৩৭৮ জন। ১৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড জানায়, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম দিনের কোরআন মাজিদ ও তাজভিদ এবং পদার্থ বিজ্ঞান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৬৯ হাজার ৩৭১ জন। এরমধ্যে অংশ নেয় ২ লাখ ৫৯ হাজার ৪৭৭ জন। মোট অনুপস্থিত ছিল ৯ হাজার ৮৯৪ জন। দেশের ৬৪ জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত এই তথ্য জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ১০ জন শিক্ষার্থীকে বহিষ্কার হয়েছে অসৎ উপায় অবলম্বনের জন্য।