বিশ্ব ডায়াবেটিস দিবসে যশোরে র‌্যালি আলোচনা সভা

0

স্টাফ রিপোর্টার ॥ ‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল যশোরে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে সকালে যশোর ডায়াবেটিক সমিতি আহাদ ডায়াবেটিক হেলথ কমপ্লেক্সে, নুরুল ইসলাম ডায়াবেটিক সেন্টার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। শহরের নীলরতন ধর রোড হতে নুরুল ইসলাম ডায়াবেটিক সেন্টারের পক্ষ থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে তারা ডায়াবেটিস রোগ সম্পর্কে মানুষকে সচেতন করেন। পরে র‌্যালিটি নুরুল ইসলাম ডায়াবেটিক সেন্টারে গিয়ে শেষ হয়।

এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও নুরুল ইসলাম ডায়াবেটিক সেন্টারের ব্যবস্থাপক ডা. মো. জহিরুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন- আদ্-দ্বীন সাকিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ-আল-গাদ্দাফী (রানা), নুরুল ইসলাম ডায়াবেটিক সেন্টারের শিক্ষক ডা. ফারহানা ইসলাম মৌসুমী। সকাল সাড়ে ১০টায় ঝুমঝুমপুর থেকে র‌্যালি বের করে যশোর ডায়াবেটিক সমিতি, আহাদ ডায়াবেটিক এন্ড হেলথ কমপ্লেক্স। র‌্যালিটি ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা ঘুরে আহাদ ডায়াবেটিক এন্ড হেলথ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। আহাদ ডায়াবেটিক এন্ড হেলথ কমপ্লেক্সের চিফ এক্সিকিউটি। অফিসার ডা. মীর ফয়জুল ইসলাম, ডা. কাজী মোস্তাফিজুর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডা. প্রদীপ কুমার গাইন, ডা. ওয়াহিদা গনি তানিয়া, ডা. তৌহিদুর রহমান, ডেন্টাল সার্জন ডা. মতিউর রহমান সোহাগসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ র‌্যালিতে অংশগ্রহণ করেন।