ঝিকরগাছায় পাগলা কুকুরের কামড়ে ২ শিশুসহ ৬ জন আহত

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় পাগলা কুকুরের কামড়ে দুই শিশুসহ ৬ জন মারাত্বক ভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার সকালে ঝিকরগাছাসদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে। আহতরা হলো, ওই গ্রামের আনিছুর রহমানের কণ্যা হাফসা খাতুন (৬), ফজলু গাজির ছেলে মামুন হোসেন (১০), বিলায়েত আলী বেচার স্ত্রী পারভীনা (৬০), রিয়াজউদ্দিনের স্ত্রী মতিজান বিনি (৫০), মৃত-সবেদ আলীর ছেলে মোজাহের আলী (৫৫) ও কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের জালাল উদ্দিন (৭০)। স্থানীয়রা জানিয়েছেন, রবিবার ভোরে সাদা রংয়ের একটি অজ্ঞাতনামা কুকুর আচমকা গ্রামে এসে সামনে পাওয়া মানুষদেরকে একে একে কামড়া দেয়। আহত সকলকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়া হলেও শিশু হাফসা ও মতিজান বিরির অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শিশু হাফসাকে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার ঘাড়ের শীরা কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে বলে জানাগেছে। এছাড়া অসংখ্য ছাগল ও গরুও কামড় দিয়েছে কুকুর। দুপুরে গ্রামবাসি একত্রিত হয়ে কুকুরটি পিটিয়ে মেরে ফেলেছে বলে আবু সাঈদ নামের এক গ্রামবাসি জানিয়েছেন।