ঝিনাইদহ সদরে নৌকার মাঝি হতে চান ১১৯ জন

0

আসিফ কাজল, ঝিনাইদহ॥ আগামী ২৩ ডিসেম্বর ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে ১১৯ জন জীবন বৃত্তান্ত দিয়েছে জেলা আওয়ামী লীগের কাছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে উন্মুক্তভাবে তাদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ব্যাক্তিগত বিবরণ সম্পর্কিত আবেদনপত্র আহবান করে। শনিবার ঝিনাইদহ সার্কিট হাউজে দিনব্যাপী এই কার্যক্রম চলে। জীবন বৃত্তান্ত গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু,সহ সভাপতি তৈয়ব আলী জোয়ার্দার,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ আককাস উদ্দিন,মাসুদ আহমেদ সঞ্জু,জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার খান সউদ, জেএম রাশীদুল আলম রশীদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর, এম এ হাকিম, প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আসাদ, উপ দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ প্রমুখ। বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ জানান, সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ৪র্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়া স্বচ্ছ করতে উন্মুক্ত সিভি গ্রহণ করা হয়। শনিবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সদর উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে ১১৯ জন জমা দিয়েছেন। এর মধ্যে গান্না ও পোড়াহাটি ইউনিয়ন থেকে একই পরিবারের ৩ জন করে আবেদন পত্র জমা দিয়েছেন।