ডুমুরিয়ার এক নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানের কর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় কর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এক নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান। শনিবার বিকেলে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান খুলনার ডুমুরিয়া উপজেলার ৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত (স্বতন্ত্র) চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন।
শনিবার বিকেল ৪.৩০টায় উপজেলার চুকনগর বাসষ্ট্যান্ডে তার নিজ কার্যালয়ে তিনি এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তিনি। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করতে গিয়ে শেখ হেলাল উদ্দিন বলেন, নির্বাচনের একদিন আগে ১০-১১-২০২১ তারিখে গভীর রাতে কে বা কারা নরনিয়া বাবুর মোড় এবং নুরানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা গেটে বাশেঁর চটা ও কাপড় দিয়ে তৈরি করা দুটো নৌকার প্রতিকৃতিতে অগ্নিসংযোগ করে। উক্ত ঘটনায় ঘোলা পানিতে মাছ শিকারের মানষে আমার প্রতিপক্ষ নৌকা প্রতিকের প্রার্থী আটলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রতাপ কুমার রায় বাদী হয়ে আমার ১৬জন কর্মীর নাম উল্লেখসহ আরও অজ্ঞাতদের আসামী করে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন, যার নং-১০, তারিখ-১০/১১/২০২১। মামলার বিবরনে আমার কর্মীদের বিরুদ্ধে নৌকায় অগ্নিসংযোগের ব্যাপারে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক বলে আমি মনে করি। বর্তমানে এই মিথ্যা মামলার আসামী হয়ে আমার সেইসব কর্মীরা সকলেই বাড়িছাড়া, তারা বর্তমানে এক অজানা আতংকের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। তাছাড়া তাদের পরিবার পরিজনও রয়েছে শংকার মধ্যে। তিনি মামলা দায়েরের প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জন্যে প্রতিপক্ষের প্রার্থীর নিকট দাবি জানান। সাংবাদিক সম্মেলনে নব নির্বাচিত সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।