সেই ওয়ার্নারের হাতেই ভাঙলো উদ্বোধনী জুটি

0

লোকসমাজ ডেস্ক॥ শুরুতেই ভাঙতে পারতো পাকিস্তানের উদ্বোধনী জুটি। দলীয় ১২ রানেই সাজঘরের পথ ধরার উপক্রম হয়েছিল মোহাম্মদ রিজওয়ানের। কিন্তু তার কঠিন ক্যাচটি হাতে রাখতে পারেননি ডেভিড ওয়ার্নার। ফলে জীবন পেয়ে নির্বিঘ্নেই পাওয়ার প্লে কাটিয়ে দেয় পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারে সেই ক্যাচ ছাড়লেও, শেষ পর্যন্ত ওয়ার্নারের হাতেই ভেঙেছে উদ্বোধনী জুটি। অ্যাডাম জাম্পার দশম ওভারের শেষ বলে লং অন বাউন্ডারিতে দাঁড়িয়ে দারুণ এক ক্যাচে পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের বিদায়ঘণ্টা বাজিয়েছেন ওয়ার্নার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দশ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান। বাবর আউট হয়েছেন ৩৪ বলে ৩৯ রান করে। রিজওয়ান অপরাজিত রয়েছেন ২৬ বলে ২৮ রান নিয়ে, তিন নম্বরে নেমেছেন বাঁহাতি ব্যাটার ফাখর জামান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করতে যথাসাধ্য চেষ্টা করেছেন বোলাররা। কিন্তু ফিল্ডাররা ছেড়ে দিয়েছেন জোড়া ক্যাচ।
অবশ্য দুই ক্যাচের কোনোটিই খুব সহজ ছিল না। গ্লেন ম্যাক্সওয়েলের করা ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে এগিয়ে এসে বড় শট খেলার চেষ্টা করেছিলেন রিজওয়ান। কিন্তু বল উঠে যায় আকাশে। মিড অফ থেকে দৌড়ে বলের কাছাকাছি পৌঁছেও তা হাতে রাখতে পারেননি ডেভিড ওয়ার্নার। তখনও রানের খাতাই খোলা হয়নি রিজওয়ানের। প্রথম জীবন পাওয়া বলটিই চলে যায় বাউন্ডারিতে, ফ্রি চার রান পেয়ে যান পাকিস্তানি উইকেটরক্ষক। এরপর পাওয়ার প্লে’র শেষ ওভারের শেষ বলে ফের জীবন পান রিজওয়ান। এবার ডিপ ফাইন লেগে দাঁড়িয়ে সামনে ঝাঁপিয়ে পড়েও বল তালুবন্দী করতে পারেননি অ্যাডাম জাম্পা।