কচুয়ায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

0

কচুয়া সংবাদদাতা॥ কচুয়ায় কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে এ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কে.এম.শাহাবুদ্দিন আহম্মেদ এর সভাপতি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার বিশ^াস, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিকদার আবু বক্কর সিদ্দিক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল। উপসহকারী কৃষি কর্মকর্তা বিভাস কুমার সাহার সঞ্চালনায় এসময়ে অন্যন্যের মধ্যে অতিরিক্ত কৃষি অফিসার সাইফুল ইসলাম বক্তব্যদেন। এসময়ে ৪০ জন কৃষক ও কৃষাণীর মাঝে বিভিন্ন প্রজাতির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।