যশোরে পুলিশের গাড়ি ভাঙচুর, টিয়ারশেল নিক্ষেপ

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের চৌগাছা উপজেলায় ভোটকেন্দ্রে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া স্কুলকেন্দ্রে এ ঘটনা ঘটে। এছাড়া নৌকা প্রার্থীর সমর্থকদের ছোড়া ইটের আঘাতে অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হন। এসময় ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকার প্রার্থী তবিবর রহমান খান কেন্দ্রে আসার পর তার সমর্থকরা হট্টগোল শুরু করেন। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে সমর্থকরা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের খবরে স্টাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড টিয়ারশেল ছোড়ে। এদিকে, গাড়ি ভাঙচুরের অভিযোগে জিয়া ও মামুন হোসেন নামে দুই আওয়ামী লীগ সমর্থককে আটক করেছে পুলিশ। এ পরিস্থিতিতে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। মাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওহিদুল ইসলাম জানান, সংঘর্ষের পর ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে থাকা চৌগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাফি বিন কবীর বলেন, হামলায় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।