পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, কে এগিয়ে?

0

লোকসমাজ ডেস্ক॥ নিউ জিল্যান্ড নিশ্চিত করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের প্রথম ফাইনাল। আগামী ১৪ নভেম্বর দুবাইয়ে তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ শেষে। দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার রাতে ফাইনালের ভেন্যুতেই মুখোমুখি হচ্ছে বাবর আজম ও অ্যারন ফিঞ্চের দল। ক্রিকেটের এই সংস্করণে ২৩তম মুখোমুখি লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। দুই দলের প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে পাকিস্তান। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল সমানে সমান। সেমিফাইনালে নামার আগে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানটা দেখে নেওয়া যাক-
সব মিলিয়ে ২২ বার পাকিস্তান ও অস্ট্রেলিয়া একে অন্যের বিপক্ষে মাঠে নেমেছে। যেখানে ১৩টি জিতেছে পাকিস্তান, ৯টি অস্ট্রেলিয়া। আর আজকের ভেন্যু মানে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের দেখা হয়েছে ৭ বার, যেখানে ৫-২ এ এগিয়ে পাকিস্তান। শেষ পাঁচ ম্যাচে পাকিস্তান জিতেছে তিনটি, হার দুটি। আর এই ফরম্যাটের বিশ্বমঞ্চে ছয়বার মুখোমুখি হয়েছে তারা, তিনটি করে জয় পেয়েছে দুই দলই। আগের ব্যাটিং করে পাকিস্তান জিতেছে ৯টি, পরে ব্যাট করে জয় চারটি। আর অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে জয় পেয়েছে চারটি, আর রান তাড়ায় পাঁচটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ব্যক্তিগত সর্বোচ্চ ৯৪ রান করেছেন উমর আকমল। আর শেন ওয়াটসনের ৮৭ পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যক্তিগত সেরা। সেরা ব্যাটিং গড় পাকিস্তানের ইফতিখার আহমেদের ১০৮, আর অজিদের পক্ষে সেরা অ্যারন ফিঞ্চের ব্যাটিং গড় ৩.২২। পাকিস্তানের পক্ষে সর্বমোট রানের তালিকায় শীর্ষে কামরান আকমল, তার রান ৩৬৬। আর ডেভিড ওয়ার্নার পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৩৪৮ রান করেছেন। সেরা ইকোনমি রেট পাকিস্তানের পক্ষে রাজা হাসানের (৫.৮৪) আর অস্ট্রেলিয়ার ক্যামেরন বয়েসের (২.৫০)। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন পাকিস্তানের হয়ে সাঈদ আজমলের (১৯) ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের (১৩)। উমর গুল ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের জার্সিতে সেরা, আর জেমস ফকনার অস্ট্রেলিয়ার হয়ে ২৭ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।