বিদ্যুৎকেন্দ্র থেকে পাচারকালে আরও ২৭ লাখ টাকার পণ্য জব্দ

0

মোংলা সংবাদদাতা॥ মোংলা বন্দরের পশুর নদীর কানাইনগর এলাকা থেকে একদিনের ব্যবধানে ২৭ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে কোস্টগার্ডমোংলা বন্দরের পশুর নদীর কানাইনগর এলাকা থেকে একদিনের ব্যবধানে ২৭ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে কোস্টগার্ড মোংলা বন্দরের পশুর নদীর কানাইনগর এলাকা থেকে একদিনের ব্যবধানে ২৭ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (০৮ নভেম্বর) সকালে পরিত্যক্ত অবস্থায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে পাচার করে আনা এসএসপাইপ জব্দ করে কোস্টগার্ডের অভিযানিক দল। তবে পাচারে জড়িত কাউকে আটক করা যায়নি। কোস্টগার্ডের পশ্চিম জোনের কর্মকর্তা লে. কমান্ডার হাসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পশুর নদী সংলগ্ন কানাই নগর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩৫০ কেজি ওজনের (প্রতিটি ২০ ফুট লম্বা) নয়টি, ৬০ কেজি ওজনের (প্রতিটি ১৮ ফুট লম্বা) ৩৯টি এসএসপাইপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ২৭ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর আগে রবিবার একই এলাকা থেকে দুটি নৌকাসহ ৪০ লাখ ২৫ হাজার টাকার চোরাই মালামালসহ এক পাচারকারীকে আটক করেছিল কোস্টগার্ড। স্থানীয় সূত্রে জানা যায়, মোংলার শিল্পাঞ্চলের নির্মাণাধীন বিভিন্ন প্রকল্প থেকে ওসব মালামাল পাচার করে আনে বাইদ্দাপাড়াকেন্দ্রিক চোরাই সিন্ডিকেট চক্রটি। কোস্টগার্ডের অভিযানে আটক হওয়ার ভয়ে মালামাল ফেলে যায় তারা।