পাইকগাছায় কলেজছাত্রকে অপহরণ করে হত্যা, মুক্তিপণ নিতে এসে আটক ১

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় মুক্তিপণের দাবিতে অপহৃত আমিনুর রহমান (২০) নামে এক কলেজছাত্রকে হত্যা করা হয়েছে। আজ সোমবার মুক্তিপণের টাকা নিতে এসে অপহরণকারী চক্রের একজনকে আটক হওয়ার পর হত্যার ঘটনা জানা যায়। নিহত আমিনুর শ্যামনগর গ্রামের ছুরমান গাজীর ছেলে এবং কপিলমুনি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মুক্তিপণের টাকা নিতে এসে আটক ফয়সাল সরদার স্বীকার করেছে যে, রবিবার রাত নয়টার দিকে উপজেলার আগড়ঘাটা বাজার থেকে ৪/৫ জনের দুর্বৃত্ত আমিনুর রহমানকে অপহরণ করে। রাত ১০ টার দিকে তাকে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। এর আগে আমিনুরের মোবাইল ফোন দিয়ে তার পিতার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করা হয়। এই টাকা পাইকগাছা ব্রিজের নিচে রাখতে বলে তারা। তাদের কথা মতো কিছু টাকাও সেখানে রাখা হয়। ওই স্থান থেকে গতকাল সোমবার দুপুর একটার দিকে টাকা নিয়ে যাওয়ার সময় চারপাশে অবস্থান নেয়া লোকজন অপহরণকারী ফয়সাল সরদারকে আটক করেন। এসময় সে নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দেয়। আটক ফয়সাল গদাইপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তার সাথে আরও ৪/৫ জন রয়েছে বলে অপহৃতের পিতা জানিয়েছেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আমিনুরের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পাইকগাছা থানা পুলিশের ওসি জিয়াউর রহমান জানান, অপহরণ ও হত্যার ঘটনায় একজন আটক হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। নিহত আমিনুরের লাশ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।