জলবায়ু বিচারের দাবিতে দেশে দেশে বিক্ষোভ

0

লোকসমাজ ডেস্ক॥ জলবায়ু বিচার ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি ঠেকাতে বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে শনিবার বিক্ষোভ হয়েছে। সকালে অস্ট্রেলিয়ার এডিলেড থেকে বিক্ষোভ শুরু হয়ে সেটি ছড়িয়ে পড়েছে স্কটল্যান্ডের গ্লাসগো পর্যন্ত। ৩১ অক্টোবর থেকে গ্লাসগোতে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন। উন্নত বিশ্ব যথেচ্ছভাবে পরিবেশের ক্ষতি করেছে এবং এর ফল ভোগ করতে হচ্ছে দরিদ্র দেশগুলোকে। ২০১৫ সালে প্যারিসের জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব ঠেকাতে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল ধনী দেশগুলো তার বাস্তবায়নও তারা করেনি। তাই এবার কার্যকর পদক্ষেপ নিতে ধনী দেশগুলোকে চাপপ্রয়োগ করতে চাইছেন জলবায়ুকর্মীরা। বিবিসি জানিয়েছে, বৈশ্বিক তাপমাত্রা বাড়ায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শতাধিক মানুষ বিক্ষোভ করেছে।
গ্লাসগোতে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। শিক্ষার্থী, জলবায়ুকর্মী, জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন নাগরিকরা নগরীর পশ্চিমের কেলভিনগ্রোভ পার্ক থেকে জর্জ স্কয়ার পর্যন্ত মিছিল করেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘পুঁজিবাদ এই গ্রহকে হত্যা করছে।’ তাদের দাবি, পুঁজিবাদি প্রতিষ্ঠানগুলো জলবায়ু সংকট তৈরি করছে। পরে সমাবেশে অনেকে জলবায়ু বিচার চেয়েছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। জলবায়ু পরিবর্তন কৃষকদের কতটুকু ক্ষতিগ্রস্ত করছে এবং খাদ্য সংকট তৈরি করছে তা তুলে ধরেন বক্তারা। তুরস্ক, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, ফিলিপাইন ও নেদারল্যান্ডসে বিক্ষোভ হয়েছে। যুক্তরাজ্যের লন্ডন, গ্লাসগো, কার্ডিফ, ম্যাঞ্চেস্টার, লিভারপুল ও ব্রিস্টলে বিক্ষোভ হয়েছে। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের গার্ডেন রিমেম্বারেন্সে শতাধিক মানুষ বিক্ষোভ করেছেন।