সিনেটে শুনানি শুরুর আগেই সরে দাঁড়ালেন ট্রাম্পের ৫ আইনজীবী

0

লোকসমাজ ডেস্ক॥ আর কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের শুনানি শুরু হবে। কিন্তু শুনানি শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ আগেই তার দলের পাঁচ আইনজীবী সরে দাঁড়ালেন। অর্থাৎ তারা ট্রাম্পের হয়ে শুনানিতে থাকছেন না। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত এমন বেশ কয়েকজন সিএনএনকে জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে বিভিন্ন আইনি কৌশল নিয়ে মতভেদের কারণে ওই পাঁচজন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে আরও একবার অভিশংসনের মুখোমুখি হতে হয়েছে ট্রাম্পকে। কিন্তু সে যাত্রায় অল্পের জন্য বেঁচে গেছেন এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এবারের পরিস্থিতি অনেকটা ভিন্ন। মাত্র অল্প কিছুদিন আগেই প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন ট্রাম্প। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। তারপর থেকেই একের পর এক নাটকীয়তা শুরু হয়।
প্রথমবার অভিশংসনে বিপদে না পড়লেও এবার বেশ ভালোই বিপাকে পড়তে যাচ্ছেন ট্রাম্প। এমনিতেই এখন তার পক্ষের হয়ে লড়াই করার মতো আইনজীবী খুঁজে পাওয়া কঠিন। তার মধ্যেই পাঁচ আইনজীবীর সরে দাঁড়ানোর ঘটনায় পরিস্থিতি আরও খারাপের দিকেই যাচ্ছেই। তার অভিশংসনের বিচার শুরুর আগেই নাটকীয় পরিস্থিতি তৈরি হলো। আগামী সপ্তাহেই তার অভিশংসনের শুনানি শুরু হবে এবং কয়েকদিনের মধ্যেই বিচার শুরু হবে। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনেন ট্রাম্প। এই অভিযোগে তিনি এখনও অনড় আছেন। সবকিছুতেই অতি আত্মবিশ্বাসী এই সাবেক প্রেসিডেন্ট হঠাৎ করেই এখন নিজেকে আইনিভাবে প্রতিনিধিত্বহীন অবস্থায় দেখতে পাচ্ছেন। এটা তার জন্য মোটেও সুখকর নয়। ট্রাম্পের অভিশংসন শুনানিতে নেতৃত্ব দেয়ার কথা ছিল বুচ বোয়ার্স এবং দেবোরাহ বারবিয়ারের। তারাও এখন আর ট্রাম্পের দলে নেই। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি সূত্র বলছে, দু’পক্ষের মধ্যে সমঝোতার ফলেই আইনি দলে পরিবর্তন এসেছে। নিজেদের মধ্যে আলোচনা করেই আইনজীবীরা দল ত্যাগ করেছেন। যদিও প্রধান অ্যাটর্নি হিসেবে বোয়ার্সই এই দল গঠন করেছিলেন। সম্প্রতি ট্রাম্পের দলে যোগ দেয়া নর্থ ক্যারোলিনার অ্যাটর্নি জোস হাওয়ার্ডও সরে দাঁড়িয়েছেন। অন্য একটি সূত্র বলছে, জনি গেসার, গ্রেগ হ্যারিসও আর ট্রাম্পের হয়ে লড়াইয়ে থাকছেন না।